Friday, April 18, 2008

তোমার জন্যে

তোমার জন্যে গালিচা পেতেছিলুম,
লাল হলুদ কৃষ্ণচূড়ায় ভরে!
কোথা থেকে এক দমকা হাওয়া এসে,
সাজানো বাগান দিলে ছারখার করে!

গোলাপ দিয়ে বাগান সাজিয়েছিলুম,
মনের গভীরে সকল সত্বা জুড়ে,
না বর্ণ দেখেছ, না গন্ধ,
পরেছে শুধু কাঁটাই নজরে !

ভেবেছিলুম অঝোর ধারায় ঝরে,
ভাঙব তোমার নিরবতা আজ!
বাধ সাধল ঐ যে ঝোড়ো হাওয়া,
শোষন করে আমার যত ঝাঁঝ!

অনেক আশায় বুক বেধেঁছি যখন,
দূরে কোথাও সরিয়ে রেখে তোমায়,
ঠিক তখন-ই এলে হে প্রিয় সখা,
তোমার স্পর্শে ভেজাবে বলে আমায়!

আমি তখন সাত রাঙা এক পাখি,
উড়ছি এক অজানা সুখের দেশে!
মনের সকল দ্বিধা দ্বন্দ ঝেড়ে,
আজ আমি যে ভিজবো নিশ্বেষে!

আমি তখন ভাসছি যেন হাওয়ায়,
সুখ সাগরে ডুবিয়ে দিয়ে মন!
ভাঙতে ভাঙতে কোন সে আলোর পথে,
এ যে আমার নিঃশর্ত সমর্পন!


3 comments:

ICHHADANA said...

Suparna, khub sundor !!!!

Unknown said...

"Thik takhan i ele he priyo sakhaa/ tomaar sparshe bhejaabe bale aamaay"

ei lineTaa aamaar anek din mone thaakbe didibhai.

Santosh Pramanik said...

rana dar sathe ............ki jano alo-melo .............jorano... :P