সুখপুরী
সুখপুরীটি কোথায় আছে ?
কোথায় তাহার বাস ?
ইচ্ছে হয়ে আছে মনে,
সে যে মনের দাস।
সুখের খোঁজে বেরিয়ো না গো,
গোটা বিশ্ব জুড়ে
মনের মাঝে ডুব দিয়ে,
খোঁজো তাকেই বারে বারে।
ছোটোবেলার রঙ্গীন স্বপ্ন,
যা রাঙাতো রঙে তোমায় !
শেষ কবে দেখেছ তারে ?
থাকে সে এখন কোথায় ?
কাজের ভীরে পরেছে চাপা,
“মন” করেছ অন্ধকার !
স্বপ্ন দেখতে শেখো আবার
চোখে ভরে দাও রঙ বাহার।
ইচ্ছে ডানা না ছেঁটে,
“স্বপ্ন” তে দাও ভরে !
বয়স যতই বারে বারুক,
“মন” রেখো সবুজ করে।
স্বপ্ন দেখতে ভুলো না যেন,
কোর না বন্দী খাঁচায় !
নইলে কি আর তফাৎ বল,
মরে যাওয়া কিংবা বেঁচে থাকায় ?